
ঢাকা: বাংলাদেশের বিভিন্ন খবর স্থান পাচ্ছে উল্লেখযোগ্য বিশ্বের মিডিয়াগুলোতে। তার মধ্য থেকে কিছু খবর:
বিজনেস স্ট্যান্ডার্ড: ভারতের পত্রিকাটি ‘ভারতের উপর বিশ্বাস আছে, বাংলাদেশ নিরাপত্তা প্রধান করবে’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনের একজন জ্যেষ্ঠ পুরোহিত বলেছেন, বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের ধর্মযাচককে হত্যার হুমকির পর ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও বাংলাদেশ দূতাবাস তাদের সাথে যোগাযোগ রাখছে।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশ উভয় কর্তৃপক্ষের উপর তাদের বিশ্বাস আছে। ভারত হুমকির বিষয়টি তোলার পর বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করেছে।
এপি: বার্তা সংস্থা এপি ‘বাংলাদেশে ১১ হাজারের বেশি মানুষ গ্রেফতারে প্রশ্ন’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ৬ দিনের অভিযানে ১১ হাজারের বেশি গ্রেফতার করা নিয়ে প্রশ্ন বাড়ছে।
ওয়ালস্ট্রিট জার্নাল: যুক্তরাষ্ট্রের পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে ১২ হা্জার গ্রেফতার। এতে বলা হয়, সাম্প্রতিক হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১২ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে।
এশিয়ান ট্রিবিউন: পত্রিকাটিতে ‘হিন্দুদের অস্তিত্ব বিলীন বাংলাদেশে’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হলে হিন্দুরা তাদের সম্মান ফিরে পাবে ১৯৭১ সালে এমন বিশ্বাস ছিল অনেকের। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
ওয়াশিংটন এক্সামার: পত্রিকাটি লিখেছে, বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ডলার রিজার্ভ চুরির জন্য রাশিয়ার হ্যাকাররা দায়ী। এতে বলা হয়, রাশিয়ার একটি হ্যাকার গ্যাং ‘ড্রাইডেক্স’র ব্যবহার করা ম্যালওয়্যার রিজার্ভ চুরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলে ব্লুমবার্গ মিডিয়া শুক্রবার এক রিপোর্টে উল্লেখ করেছে।
টাইমস অব ইন্ডিয়া: ভারতের সর্বাধিক প্রচারিত দৈনিকটি লিখেছে, আসামের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে পদক্ষেপের আহবান জানিয়েছে। এতে বলা হয়, তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহবান জানিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা বন্ধের পদক্ষেপ নেয়ার জন্য।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই