
ঢাকা: ‘শিল্প সংস্কৃতি সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম’ এই স্লোগান ধারণ করে গণমানুষের মুক্তির সংগ্রামকে উজ্জীবিত করার মহতি লক্ষ্যে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ গণশিল্পী সংস্থা’। ‘সুস্থ সংস্কৃতি চর্চা ও তার প্রসার’ এই মূল লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই সংগঠনটি দেখতে দেখতে অতিক্রম করল তার প্রতিষ্ঠার ৩৩ বছর।
এ উপলক্ষে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন’ এবং সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার দিনব্যাপী বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদ, শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যকার খায়রুল আলম সবুজ, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক এবং লেখক ও গবেষক রেজা শাসসুর রহমান।
রাশেদ খান মেনন বলেন, সাম্প্রতিক নানা বিষয়ে যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি হুঁশিয়ারি ‘ধর্মকে বর্ম করে লড়াই করবেন না’।
অতিথিরা বলেন, ৩৩ বছর আগে ‘বাংলাদেশ গণশিল্পী সংস্থা’ সব অন্ধকার ঘুঁচিয়ে সংস্কৃতির আলোয় আলোকিত একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে যে যাত্রা শুরু করেছিল; সেই আলোকে আরও প্রজ্বলিত করার মহান ব্রত নিয়ে সংগঠনটি তাদের পথচলা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শুরুতেই ছিল সেমিনার পর্ব। এ পর্বের শুরুতে ‘রাষ্ট্রীয় সংকট নিরসনে সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন-মিনা মিজানুর রহমান। সেমিনার শেষে অনুষ্ঠিত হয় নতুন কমিটি গঠনের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এ নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
দিনব্যাপী এই আয়োজনের সবশেষে অনুষ্ঠিত হয় সংগঠনটির ঢাকা এবং ঢাকার বাইরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই