
কবিরুল ইসলাম, ভারত (শিলিগুঁড়ি থেকে): সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে আফগানিস্তানের বিরুদ্ধে অল আউট ফুটবল খেলার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আজ যে সেরা একাদশ ঘোষণা করা হয়েছে, তাতে আক্রমণাত্মক ফুটবল খেলার ছায়াটা ছিল স্পষ্ট। তিন ফরোয়ার্ডের সাথে আফগানদের চেপে ধরতে মাঠে নামানো হবে তিন মিড ফিল্ডারকে। আর নিজেদের রক্ষণভাগ সামলে রাখার জন্য চার ডিফেন্ডারকে মাঠে নামানোর পরিকল্পনা করেছেন ছোটন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত লাল-সবুজ জার্সীধারীদের।
আক্রমণ ভাগের দায়িত্ব দেয়া হয়েছে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবং জাতীয় দলের দুই অভিজ্ঞ ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও জাতীয় দলের কাপ্তান সাবিনা খাতুনের কাঁধে। মধ্য মাঠ থেকে তাদের বল যোগানের দায়িত্বটা পেয়েছেন মাইনু মারমা, জাহান মৌসুমী ও মারিয়া মান্ডার উপর।
নিজেদের রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার, নারগিস খাতুন ও মাসুরা পারভীন। আর গোলবারে কোচের আস্থা অভিজ্ঞ গোলরক্ষক সাবিনা আক্তারের উপর।
বাংলাদেশ দল:
সাবিনা খাতুন (অধিনায়ক), সাবিনা আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার, নারগিছ খাতুন, মাসুরা পারভীন, মাইনু মারমা, জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা।
প্রকাশ: তুহিন