
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম। শুক্রবার সকালে এ জিডি করা হয় (জিডি নম্বর ১৫৭৩)।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
জিডিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলার পেছনে অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়। একটি তিন সদস্যের অন্যটি পাঁচ সদস্য বিশিষ্ট। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম, সম্পাদনা: প্রণব