বাংলাদেশ-ভারত ট্রান্স শিপমেন্ট শুরু বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায় আনুষ্ঠানিকভাবে ট্রান্স শিপমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সকাল ১১ টায় এর উদ্ধোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
ইতিমধ্যে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ট্রান্সশিপমেন্টের ফলে বাংলাদেশ- ভারত উভয় দেশই লাভ বান হবে।’
জানা গেছে, ভারত থেকে এক হাজার টনের রড নিয়ে একটি জাহাজে বুধবার রাত আটটায় আশুগঞ্জে পৌঁছবে। সেখানে খালাস হওয়া রড ট্রাকে করে আগরতলা নেয়া হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই ট্রান্সশিপমেন্ট কার্যক্রম তদারকী করবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই