
কবিরুল ইসলাম, ভারত (শিলিগুঁড়ি থেকে): সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে আফগানিস্তানের বিরুদ্ধে অল আউট ফুটবল খেললেও স্বাগতিক ভারতের বিপক্ষে রক্ষনাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। রক্ষনাত্মক কৌশল নিয়ে মাঠে নামলেও আগের ম্যাচের একাদশটাই আজ মাঠে নামিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। তিন ফরোয়ার্ডের সাথে ভারতের মধ্যমাঠ ও আক্রমনভাগকে চেপে রাখতে তিন মিডফিল্ডার চার ডিফেন্ডারকে মাঠে নামানো হয়েছে।
আফগানদের হারিয়ে সেমি ফাইনাল আগেই নিশ্চিত করেছে লাল-সবুজ শিবির। এ ম্যাচে ভারতের বিরুদ্ধে যদি হারেও তাতে কোনো সমস্যা নেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অন্তত ড্র করতে হবে সাবিনা-কৃষ্ণাদের।
বাংলাদেশ শিবিরের আক্রমন ভাগের দায়িত্ব আজও দেয়া হয়েছে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবং জাতীয় দলের দুই অভিজ্ঞ ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও জাতীয় দলের কাপ্তান সাবিনা খাতুনের কাঁধে। আর রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন শিউলি আজিম, সামসুন্নাহার, নারগিস খাতুন ও মাসুরা পারভীন। আর গোলবারে কোচের আস্থা অভিজ্ঞ গোলরক্ষক সাবিনা আক্তারের উপর।
বাংলাদেশ দল: সাবিনা খাতুন (অধিনায়ক), সাবিনা আক্তার, শিউলি আজিম, সামসুন্নাহার, নারগিছ খাতুন, মাসুরা পারভীন, মাইনু মারমা, জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা।
সম্পাদনা: ইয়াসিন