
ঢাকা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ যুব গেমস-২০১৮’-এর পর্দা নামছে শুক্রবার। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠানের।
শুক্রবার বিকাল চারটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের সবগুলো প্রবেশদ্বার খুলে দেয়া হবে। নিজেদের আসন গ্রহণের জন্য দর্শকরা এক ঘণ্টা সময় পাবেন। এরপরেই বিকাল ৫টায় শুরু হবে ডিজে শো। ৬টায় মাগরিবের নামাজের বিরতি দেয়া হবে। ৬টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করবেন যুব গেমসের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গেমসে অংশগ্রহণকারী ৮ বিভাগের খেলোয়াড়রা মার্চপাস্ট করে স্টেডিয়ামে প্রবেশ করবেন। ৭টা ৯ মিনিটে নেপালে বিধ্বস্ত বাংলাদেশী বিমান ইউএস বাংলার নিহত যাত্রীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৭টা ১০ মিনিটে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার অডিও ভিজুয়াল (এভি) প্রদর্শন করা হবে।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের বালক ও বালিকাদের আকর্ষনীয় ১০০ মিটার স্প্রিন্ট শুরু হবে। এরপরেই দ্রুততম মানব ও মানবীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ৭টা ৩৫ মিনিটে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির বক্তব্য থাকছে ৭ট ৩৫ মিনিটে। ৭টা ৪৫ মিনিটে যুব গেমসে প্রদত্ত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে বিওএ’র পক্ষ থেকে। ৭টা ৫০ মিনিটে এশার নামাজের বিরতি থাকবে। ৭টা ৫৫ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।
রাত ৮টা ৩০ মিনিটে থিম সংয়ের তালে তালে মাঠ ছাড়বে যুব গেমসের মাস্কট ‘তেজস্বী’। ৮টা ৩৭ মিনিটে সমাপনী বক্তব্য প্রদান করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৮টা ৪২ মিনিটে নিভে যাবে যুব গেমসের প্রজ্বলিত মশাল। ৮টা ৪৭ মিনিটে সমাপ্তি ঘটবে প্রথম বাংলাদেশ যুব গেমস। যার চূড়ান্ত পর্ব গত ১০ মার্চ ঢাকায় শুরু হয়েছিল ২১টি ডিসিপ্লিন নিয়ে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই