
ঢাকা: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার। ১৯৮৬ সালের ২৪ আগস্ট, এই ভূ-খন্ডকে সৃষ্টিশীল ও নান্দনিক চলচ্চিত্র নির্মানের উপযোগী করে তুলতে কতিপয় তরুণ নির্মাতা ও কর্মীর অক্লান্ত প্রচেষ্টার নিদর্শন স্বরূপ যাত্রা শুরু করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানান আয়োজনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তারই অংশ হিসেবে আগামী ২৬ এবং ২৬ আগস্ট সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’র সাথে জড়িয়ে পড়া তৎকালীন তরুণ নির্মাতাদের অধিকাংশই ’৬০ এর দশকে একই ভূ-খন্ডের ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশী চলচ্চিত্রের জগত যখন বাণিজ্য নির্ভরতার প্রকোপে প্রযোজক-পরিবেশক গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়ছিলো, শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্রের সামাজিক দায়বদ্ধতা এড়াতে না পেরে এই নির্মাতাগণ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গড়ে তোলে।
মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, তারেক শাহরিয়ার, ইয়াসমিন কবির, জাহিদুর রহিম অঞ্জন, শামীম আখতার, মাঞ্জারে হাসিন মুরাদ, নুরুল আলম আতিক, আকরাম খান এবং এন রাশেদ চৌধুরী’র মত প্রতিশ্রুতিশীল এবং প্রতিভাধর নির্মাতাবৃন্দ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’র সাথে আছেন সেই প্রারম্ভকাল থেকেই। প্রতিষ্ঠানটির নিজস্ব ফিল্ম সেন্টার, মিলনায়তন, লাইব্রেরি, আর্কাইভ এবং কার্যালয় শাহবাগে অবস্থিত।
প্রতিবেদন: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: ইয়াসিন