বাংলাভাইয়ের সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে গরিবুল্লাহ আকন্দ (৬০) নামে বাংলাভাইয়ের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত গরিবুল্লাহ একসময় বাংলাভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন বলে জানা যায়। এলাকায় তিনি গরিবুল্লাহ মুন্সি নামে পরিচিত। মঙ্গলবার সকালে উপজেলার দুল্লা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি ঘটনার নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, গরিবুল্লাহ’র নামে থানায় চারটি মামলা রয়েছে। তিনি বাংলা ভাইয়ের ট্রেনিং সেন্টারে কাজ করতেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই