
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলামেইল’-এর মালিক, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয়েছে।
সোমবার রাতে র্যাব-৩ এর সদস্য শাহ আলম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল জানান, সোমবার রাত নয়টার দিকে নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে আসামি করে এ মামলা করা হয়।
তিনি বলেন, ‘মালিক ফজলুল আজিম ছাড়া গ্রেফতারকৃত তিনজনকে ইতিমধ্যেই থানায় হস্তান্তর করেছে র্যাব। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ায় তদন্ত হবে।’
এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার কথা এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
গুজব ছড়ানোর অভিযোগে রোববার রাতে বাংলা নিউজ পোর্টাল বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে অভিযান চালায় র্যাব। আটক করা হয় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে।
রোববার রাত সাড়ে ৮ টা থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান চলে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে জানান পত্রিকাটির একজন জ্যেষ্ঠ সাংবাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুর গুজব নিয়ে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তাদের আটক করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, রাত সাড়ে ৮ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৭/৮ টি গাড়ি আমাদের কাকরাইলস্থ অফিসের সামনে আসে। কিছুক্ষণের মধ্যে র্যাব সদস্যরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন ডেস্কে তল্লাশী চালায়। রাত দেড়টা পর্যন্ত তাদের তল্লাশী চলে। পৌণে দুইটার দিকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে আটক করে নিয়ে যান র্যাব সদস্যরা।
অনলাইন পোর্টালটির মালিক আজিম গ্রুপের কর্ণধার ফজলুল আজিম হাতিয়ার সাবেক সংসদ সদস্য। ওয়ান ইলেভেনের সময় বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি। ২০১৩ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকম-এর।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস