বাংলায় ফিরলেন বিদ্যা

ডেস্কঃ বাঙালী নারীর চরিত্রে অভিনয়ে বিদ্যার পারদর্শীতা দেখে অনেকেই হয়তো বিদ্যাকে জন্মসূত্রে বাঙালী হিসেবে ধরে নিয়েছেন। কেরালায় জন্ম নেয়া এই ভারতীয় অভিনত্রীর অভিষেকও হয়েছিলো বাংলা চলচ্চিত্রে।
তাছাড়া, ‘কাহানি’ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল; আর শ্যুটিং এর কাজ শেষ হতে না হতেই আবারও বিদ্যার কলকাতায় প্রত্যাবর্তন। লক্ষ্য- ঋভু দাশগুপ্তের নতুন চলচ্চিত্র ‘তিন’।
এ ছবিতে বিদ্যাকে দেখা যাবে একজন বাঙালি পুলিশ অফিসারের ভূমিকায়। সিনেমাটি প্রযোজনা করছেন ‘কাহানি’র পরিচালক সুজয় নিজেই। সহশিল্পী হিসেবে অমিতাভ বচ্চনকে সাথে পাচ্ছেন বিদ্যা। সব মিলিয়ে বেশ আনন্দেই কাটছে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর দিন-কাল।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস