
ঢাকা: ভদ্রগণ আমি বাংলা পারি তবে খুব ভালো পারি না। আমি বঙ্গবন্ধুর দেশে এসেছি, বঙ্গবন্ধুর মাটিতে এসেছি। আমার ভালো লাগছে।
এভাবেই বাংলা বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী সুরেন্দ্র কুমার কর্কী। বুধবার রাজধানীর বসুন্ধরায় কনভেনশন সিটিতে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের ‘মিনিস্টারিয়াল কনফারেন্স’ শীর্ষক এক সেমিনারে বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করে সুরেন্দ্র।
সেমিনারে অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথিদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার বেসরকারী খাতের সঙ্গে মিলে ডিজিটাল বাংলাদেশ গড়ার এই উন্নয়নসাধন করেছে। চাইলে আপনারাও এ দেশে বিনিয়োগ করতে পারেন। কারণ তথ্যপ্রযুক্তির জন্য পরবর্তী গন্তব্য হচ্ছে বাংলাদেশ। এসময় ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব ডেভলপিং ন্যাশন: বাংলাদেশ স্টোরি’ নামক একটি উপস্থাপনা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই কনফারেন্সে বক্তব্য রাখেন, সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, মালদ্বীপের অর্থ ও কোষধ্যক্ষ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশামালি, ভূটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লিয়নপো ডিএন ঢুঙ্গগেই, সৌদিআরবের আইসিটি ডেপুটি মন্ত্রী খালিদ এফ আলোতাইবি, সুরিনামের পরিবহন, যোগাযোগ ও পর্যটনমন্ত্রী আন্দোজো রাসল্যান্ড, ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ ভাইসমন্ত্রী হোয়াং ভিনহ বাও এবং ভারতীয়স্থ উগান্ডার হাই কমিশনার এলিজাবেথ পল নাপেয়োক।
প্রতিবেদন: এম.রেজাউল করিম, সম্পাদনা: মাহতাব শফি