বাংলা ভাইয়ের ৩ সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম: সীতাকুণ্ড ও রাউজান থেকে বাংলা ভাইয়ের সহযোগী ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন জুলফিকার আলী, আলাউদ্দিন রুবেল ও মুহিবুল আলম।
বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ।
তিনি আরো জানান, আটক তিন জঙ্গি বাংলাভাইয়ের সঙ্গে কাজ করতো। এখন তারা নিজ নিজ এলাকায় অবস্থান করে শক্তি সঞ্চয় করছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ