
ঢাকা: বাংলা এবং ইংরেজির মিশেল বাংলিশ ভাষায় কথা বলার মাধ্যমে ভাষাবিকৃতি পরিহার করা উচিত। এছাড়া দেশপ্রেম বুকে নিয়ে দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ব্রতী হতে এফএম বেতার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফএম বেতার মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালিয়ানা চর্চা করুন, জগাখিচুড়ি ভাষা বা বাংলিশ বর্জন করুন। দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ভূমিকা রাখুন। বাংলার সঙ্গে বিদেশি ভাষার মিশ্রণ ও বিকৃতি যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয়, সেবিষয়ে আদালতের নির্দেশ পূর্ণভাবে পালিত হতে হবে।’
দেশের বেতার দেশপ্রেম বুকে নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সম্প্রচারিত হবে উল্লেখ করে ইনু বলেন, ‘সংবিধানের চার মূলনীতি, জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, ত্রিশ লাখ শহীদ, একাত্তরের গণহত্যার মতো মীমাংসিত বিষয়কে বিতর্কিত করবেন না।’
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো: মোশাররফ হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, এশিয়ান রেডিওর চেয়ারম্যান হারুনুর রশীদ, ধানসিঁড়ি কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ সম্প্রচাররত ২১টি এফএম বেতারের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এফএম বেতারের প্রতিনিধিবৃন্দের উত্থাপিত বিটিআরসির একতরফা ফি নির্ধারণ ও মোবাইল কোম্পানিগুলোর শ্রুতিধর্মী অ্যাপসের বিষয়ে তাদের আপত্তিসমূহ পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
বিজ্ঞপ্তি, সম্পাদনা: ফারহানা করিম