
ঢাকা: ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক বাউলশিল্পীদের পদযাত্রা শুরু হবে সকাল ১০টায়। পদযাত্রাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। পদযাত্রা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ১১ আগস্ট থেকে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় চলছে চার দিনব্যাপী ‘ফকির লালন সাঁইজির ঘরানার ভাবশিষ্যদের সম্মিলনী ও ভাব গীত পরিবেশনা’ শীর্ষক গানের আসর। সারা দেশ থেকে আসা দেড় শতাধিক বাউলশিল্পী অংশ নিয়েছেন। রোববার পদযাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে চার দিনেই এই আয়োজন।
শনিবার সকালে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল বাউলসংগীত সংরক্ষণবিষয়ক আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ছিলেন সভাপতি। আলোচনা করেন মো. মনজুর হোসেন, এ কে এম শাহনাওয়াজ, কিরণ চন্দ্র রায়, ফকির হৃদয় সাঁই ও পাগলা বাবলু।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই