
চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় বাউল আস্তানায় সশস্ত্র দূর্বৃত্তদের হামলার ঘটনা দুই দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি অপরাধীদের সনাক্তও করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। দামুড়হুদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকলেও হিমশিম খেতে হচ্ছে রহস্য উদঘাটনে।
রোববার দুপুরে জেলা প্রশাসক সাইমা ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বাউল ও সাধুরা বলেন, ‘পুলিশ আপরাধীদের গ্রেফতার করতে না পারলে জেলায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
গত শুক্রবার রাতে দামুড়হুদা গোবিন্দপুর মোল্লাচারা মাঠ পাড়ায় গোবিন্দপুর ল্যাংটা বাবার দরবার শরীফের বাউল আস্তানায় সশস্ত্র ৮/১০ জনের দূর্বৃত্ত হামলা চালায়। দূর্বৃত্তরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর, মাথার চুল কেটে দেয়া ও চার জনকে পিটিয়ে আহত করে। বাউল গুরু জুলমত আলি শাহ ও বাউল ভক্ত শ্রী হরেনদ্রোনাথ গোসাই মাথার চুল কেটে দেয় দূর্বৃত্তরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি