
চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় বাউল আস্তানায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের মদনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত দুই জনকে দামুড়হুদা আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মদনা গ্রামের গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন হোসেন ও আব্দুল জলিলের ছেলে নাসিরুল ইসলাম।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, অন্যদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে দামুড়হুদা গোবিন্দপুর মোল্লাচারা মাঠ পাড়ায় গোবিন্দপুর ল্যাংটা বাবার দরবার শরীফের বাউল আস্তানায় সশস্ত্র ৮/১০ জনের দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, মাথার চুল কেটে দেয়া ও চার জনকে পিটায়। বাউল গুরু জুলমত আলি শাহ ও বাউল ভক্ত শ্রী হরেনদ্র নাথ গোসাই মাথার চুল কেটে দেয় দুর্বৃত্তরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই