
বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে মহিউদ্দিন হাওলাদার (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে(শেবাচিম) আনার পর শনিবার সন্ধ্যা সড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত ) পরিদর্শক হারুন অর রশিদ।
নিহত মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আ. রশীদ হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুর ৪ টার দিকে বাড়ি ফেরার পথে কাকরদা হাইস্কুল মাঠে পৌঁছলে যুবলীগ নেতা মামুন মেম্বর ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে বশির খান, ছগির গাজী, মহিউদ্দিন চাপরাশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।
এরপর মহিউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
শেবাচিম হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ) হারুন অর রশিদ জানান, ঘটনার পর হত্যাকারীদের আটক করার জন্য অভিযানে নেমেছে পুলিশ।
নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই