বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২২

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হন বলে জানিয়েছে ইরাকি পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বাগদাদের পূর্বাঞ্চলে আল-জাদিদা এলাকার বাণিজ্যিক একটি রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।
এছাড়া একইদিন বাগদাদের উত্তরে তাজি নামক এলাকার প্রধান সেনা চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন সেনা সদস্য নিহত এবং ২০ জনের বেশি আহত হন।
অনলাইনে এক বিবৃতিতে আল-জাদিদা এলাকায় হামলার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু সেনা চেকপয়েন্টে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ