বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকসহ ৬টি লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ইজিবাইক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়ার দিকে এবং এর বিপরীতে ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।
নিহতরা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা, একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।