বাগেরহাটে পুলিশ-‘জেএমবি’ গোলাগুলি, আটক ৪

বাগেরহাট: শহর দড়াটানা ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে সন্দেহভাজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ‘জেএমবির’ চার সদস্যেকে আটক করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
তিনি জানান, বুধবার রাত ২টার দিকে ব্রিজ এলাকায় বাগেরহাট শহরের মডেল থানার পুলিশের একটি দল টহলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হাতবোমা ও গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে সেখান থেকে জেএমবির চার সদস্যকে আটক করা হয়।
এ ব্যপারে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি