
ঢাকা: বাঘাবাড়ীতে প্রিমিয়ার ব্যাংকের আরো একটি শাখা উদ্বোধন করা হয়েছে। মিল্ক ভিটা মার্কেট ভবনের দ্বিতীয় তলায় ৯৯তম এ শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকিং কার্যক্রমের প্রসারতায় সম্প্রতি এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন লিপু। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম এর সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের হেড অব অপারেশন শাহ নেওয়াজ চৌধুরী সহ নতুন শাখার প্রধান ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন লিপু বলেন, দেশের আর্থিক খাতে প্রিমিয়ার ব্যাংকের অবদান দিনদিন বেড়েই চলেছে। ব্যাংকটির কার্যক্রম আরো বেগবান হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশা করি।
গ্রন্থনা: রিজাউল করিম, সম্পাদনা: জাহিদ