Sunday, July 31st, 2016
বাঘ হত্যার বিরুদ্ধে পদক্ষেপ কী: হাইকোর্ট
July 31st, 2016 at 4:46 pm
বাঘ হত্যার বিরুদ্ধে পদক্ষেপ কী: হাইকোর্ট

ঢাকা: সুন্দরবনে বাঘ হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

একই সঙ্গে বাঘ নিধন ও পাচারে জড়িতদের বিষয়ে ইন্টারপোলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে তা রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি খুলনা, ডিজি কোস্টগার্ড, জেলা প্রশাসক ও এসপি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা, বিভাগীয় বন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

পরে আইনজীবী বলেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রোববার আদেশ দেন।

গত ২৯ জুলাই ইন্টারপোলের বরাত দিয়ে দৈনিক প্রথম আলোতে ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন আজ আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ আলী খান। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে নির্দেশনার সঙ্গে সঙ্গে রুলও জারি করে বলে এ আইনজীবী জানায়।

গত জানুয়ারি মাসে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল বাংলাদেশ সরকারের কাছে সুন্দরবনের বাঘ হত্যা এবং ক্ষুদ্র অস্ত্রের সরবরাহ নিয়ে দুটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সুন্দরবন থেকে বাঘ হত্যা করে এর অঙ্গপ্রত্যঙ্গ ভারতে পাচার করা হয়। এই পাচারের সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদন দুটি তৈরি করতে ইন্টারপোল ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে। মূলত বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গবেষণা প্রতিবেদন এবং স্থানীয় পর্যায়ের তথ্য থেকে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।

বাংলাদেশ ও ভারতের ইন্টারপোল সমন্বয়কদের কাছে প্রতিবেদন দুটি জমা দেয়া হয়। ২০০৪ সালের বাঘ শুমারি অনুযায়ী, বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ দ্বিতীয় বাঘ জরিপের ফলাফল প্রকাশ করে। তাতে বলা হয়, বাংলাদেশে বাঘের সংখ্যা কমে ১০৬টিতে দাঁড়িয়েছে।

নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/জাই


সর্বশেষ

আরও খবর

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম


করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮


সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর

সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর


ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন


করোনায় আরও ১৯ জনের মৃত্যু

করোনায় আরও ১৯ জনের মৃত্যু


বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক


সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন


দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার


অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা