বাজারে অ্যাসরক ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড

ঢাকা: বাজারে অ্যাসরক ব্র্যান্ডের নতুন তিন মডেলের মাদারবোর্ড এনেছে প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লি.। বাজারে আনা তিনটি মডেল হচ্ছে এইচ৮১এম, এইচ১১০এম-এইচডিভি এবং ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩।
এর মাদারবোর্ডের মধ্যে এইচ৮১এম-ভিজি৪ আর২.০ মডেলটি ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে।এছাড়াও মডেলটি ডুয়েল চ্যানেল ১৬০০ বাসের ডিডিআর৩/ডিডিআর৩এল র্যাম সমর্থন করে।
বাকি দুটি মডেল এইচ১১০এম-এইচডিভি এবং ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩ ইন্টেলের ৬ষ্ঠ প্রজন্মের কোর প্রসেসর সমর্থন করে। তবে এইচ১১০এম-এইচডিভি বোর্ডটি ২১৩৩ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র্যাম ও ফ্যাটালিটি বি১৫০ গেইমিং কে৪/ডি৩ মডেলটি ১৮৬৬ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৩/ডিডিআর৩এল র্যাম সমর্থন করে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই