
ঢাকা: দেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে নতুন স্মার্টফোন ‘অ্যালকাটেল এক্স১’। শনিবার স্মার্টফোনটির দেশীয় পরিবেশক ইরাসেল লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে ৫ ইঞ্চি সুপার অ্যামুলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১২৮০*৭২০ পিক্সেল।
এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের স্নাপড়্রাগন এমএসএম৭৯২৯ ও ৬৪ বিটের ১.৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর এবং ২ জিবি র্যাম। এছাড়াও অ্যাড্রিনো৪০৫ গ্রাফ্রিক্স প্রসেসর, সেন্সর রয়েছে, জি-সেন্সর, জাইরোস্কোপ, ইকমপাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর।
অ্যালকাটেল এক্স১ স্মার্টফোনটির পেছনে অটো ফোকাস ও এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও গ্রুপ সেলফি প্রেমীদের জন্য এতে রয়েছে ৭৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ও ২.০ এপার্চারের অটোফোকাস এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ফেস ডিটেকশন অটো ফোকাস, টাচ ফোকাস, স্মাইল ডিটেকশন, এইচডিআর, ফেস বিউটি মোড, ভয়েস ক্যাপচার,আরো অনেক ফিচার।
ডুয়াল সিমের এই স্মার্টফোনটি শুধু কালো রংএ পাওয়া যাচ্ছে। ২১৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির এই হ্যান্ডসেটটির বডির দৈর্ঘ্য ১৪৫ মিলিমিটার, প্রস্থ ৬৯.২ মিলিমিটার এবং পূরত্ব ৬.৯৯ মিলিমিটার, ১৪০ গ্রাম ওজন। ফোনটির ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি। যা মাইক্রো এসডি দ্বারা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৩ হাজার ৯৯৯ টাকার স্মার্টফোনটি যাওয়া যাচ্ছে শুধু buymobile.com.bd তে এবং সাথে থাকবে ১ বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম ডেলিভারী।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই