
ঢাকা: দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহ্বান করেছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। যা চলবে ১২ জুলাই পর্যন্ত।
২১তম এ অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপিররা জাতীয় সংসদে উপস্থিত আছেন। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন।
এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন।
অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বাজেটেরে ওপর সংসদ সদস্যদের অর্থবহ আলোচনা করার আহ্বান করেন। এরপর শিরীন শারমিন চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের এ অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম। পরে স্পিকার সংসদ সদস্য জাতীয় পার্টির আইনপ্রণেতা এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। বর্তমান সংসদের কোনও সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়। গত ১০ মে মারা যান জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মাঈদুল ইসলাম।
সাবেক সংসদ সদস্য এম শামসুল ইসলাম, মামদুদুর রহমান, এবিএম শাজহাজান, সৈয়দ ওয়াহিদুল আলম, মোহাম্মদ সাহাব উদ্দিন, খন্দকার মু. খুররম, আমিনা বারী, চমন আরা বেগম, সংসদ সচিবালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. ইকবালের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
এছাড়া, কবি বেলাল চৌধুরী, বিচারপতি আমিরুল কবীর চৌধুরী, ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ভাষাসৈনিক চান্দু মিয়া, বীরপ্রতীক হামিদুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক আবুল খায়ের চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সম্প্রতি আলজেরিয়া ও কিউবায় বিমান বিধ্বস্তে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
রোজার মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে। বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা করতে এমপিদের জন্য জাতীয় সংসদে চালু হয়েছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। সোমবার পর্যন্ত প্রাপ্ত নোটিশ অনুযায়ী, এ অধিবেশেনে ৪টি বিল, কমিটিতে পরীক্ষাধীন ৭টি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি বিল পাসের জন্য অপেক্ষায় রয়েছে। এবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান