
ঢাকাঃ দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে বিকেল পাঁচটায় শুরু হয় এই বাজেট অধিবেশ। এটি দেশের ৪৫তম ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৭তম বাজেট অধিবেশন।
অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার দেয়া দশম বাজেট।
এবারে বাজেটের আকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি হতে পারে- ইতিমধ্যেই গণমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের দিন রাষ্ট্রপতি প্রধান বিচারপতিসহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদে উপস্থিত থাকবেন।
রেওয়াজ অনুযায়ী মন্ত্রী পরিষদের বৈঠকও ওইদিন সংসদ ভবনেই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ সচিবালয়ে চলছে গোছগাছের মহোৎসব। আসন্ন অধিবেশনে নতুন-পুরানো মিলিয়ে ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।
এর মধ্যে পুরানো বিল ১৮টি আর নতুন দু’টি। এ দুটি হচ্ছে— রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬। এর আগে ২৪ এপ্রিল সংসদের দশম অধিবেশন শুরু হয়ে ৫ মে শেষ হয়েছিলো। নয় কার্যদিবসের ওই অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি