Wednesday, June 29th, 2016
বাড্ডার আগুন নিয়ন্ত্রণে, ৫ সদস্যের তদন্ত কমিটি
June 29th, 2016 at 10:44 am
বাড্ডার আগুন নিয়ন্ত্রণে, ৫ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টায় এ আগুন লাগে। দীর্ঘ সাত ঘন্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন।

বুধবার সকাল ৯টার দিকে এ তথ্য জানান মহানগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মোজা‌ম্মেল হক। তিনি জানান, আগুনের এই ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভবনটির নিচতলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া বিটিআই প্রিমিয়ার প্লাজার পাশের আরও কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছিল।

তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে। পানি সরবরাহ শেষ হয়ে যাওয়ায় আগুন নেভানো ব্যাহত হচ্ছিল। আশপাশের বিভিন্ন ভবন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।

সকাল সাড়ে ৮টায়ও ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। দমকল কর্মীদের ভবনটির চারপাশ থেকেই ভেতরে পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। সকাল ৯টায় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

ওসি জানান, ভবনের নির্মাণগত ত্রুটির কারণে ও এটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। এছাড়া ওই ভবনটিসহ আশেপাশের ভবনে প্রবেশের সড়ক অত্যন্ত সংকীর্ণ হওয়ায় প্রাথমিক অবস্থায়ই দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা সফল হয়নি। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা আরও জানান, ভবনের সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুন লাগার পর ১৫ তলা এই ভবনের বাসিন্দারা ভবনের ছাদে অবস্থান নেন। সেখান থেকে সফলভাবে তাদের উদ্ধার করে দমকল কর্মীরা।

সেহরির সময় এ আগুনের ঘটনা ঘটায় প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুনের এ ঘটনায় বাড্ডায় উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। ফলে বিভিন্ন স্থান অভিমুখী হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। তবে সকাল ৯টার পর যান চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, পূর্ব পাশের ভবন গুলো থেকে পানি সরবরাহ করতে হয়েছে বলে সড়কে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। এদিকে আশপাশের কয়েকটি ভবন ও মার্কেটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস/এসআই


সর্বশেষ

আরও খবর

দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু


কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭ জন

কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭ জন


কঠোর বিধিনিষেধের প্রথম দিন ঢাকায় গ্রেফতার ৪০৩ জন

কঠোর বিধিনিষেধের প্রথম দিন ঢাকায় গ্রেফতার ৪০৩ জন


পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা


বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত


ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু


কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ


করোনায় আরও ২১০ জনের মৃত্যু, মৃত্যু ১৭ হাজার ছাড়াল

করোনায় আরও ২১০ জনের মৃত্যু, মৃত্যু ১৭ হাজার ছাড়াল


এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার


অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক তানু, ভর্তি করা হয়েছে হাসপাতালে

অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক তানু, ভর্তি করা হয়েছে হাসপাতালে