
ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীর পরিচালনাধীন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্রেফতার হওয়া ১৮ জামায়াত-শিবির কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার মহানগর হাকিম সাজেদুর রহমান ১৮ জন আসামির মধ্যে দুজনকে তিন দিন এবং অপর ১৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে বাড্ডা থানা-পুলিশ।
যাদের তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে তারা হলেন, মামলার প্রধান আসামি বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ এবং মো. শাহীন।
এর আগে শুক্রবার রাতে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন, মামলা নং ১৩। ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে মামলাটি দায়ের করা হয় বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এম এ জলিল জানান। মামলায় আটক ১৮ জন ছাড়াও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়।
ওই দিন সকালে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীর পরিচালনাধীন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে ওই ১৮ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।
তখন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে আমরা স্কুলটিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করি। তবে বৈঠকের সময় নিজামীর স্ত্রী সেখানে ছিলেন না।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদুল ইসলাম