বান্দরবানবাসীর সঙ্গে শনিবার প্রধানমন্ত্রীর মতবিনিময়

বান্দরবান: সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বান্দরবানবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, “জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ১৯ নভেম্বর সকাল ১১টায় ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা জেলার রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জনসাধারণের মতবিনিময় করবেন।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৫ সালের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সে বান্দরবানের সঙ্গে যুক্ত হন। এসময় তিনি জেলার থানছি-আলীকদম সড়ক উদ্বোধন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের