
বান্দরবান: বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মং প্রু মার্মাকে গত সোমবার রাতে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বান্দরবানে জেলা আওয়ামী লীগের ডাকে অনির্দিষ্ট কালের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
বুধবার সকালে অবরোধের কারনে জেলা সদর থেকে চট্রগ্রাম ও ঢাকাগামী কোন দূরপাল্লার বাস শহর ছেড়ে যায়নি, পাশাপাশি জেলার সাথে সকল উপজেলার সড়ক ও নৌপথের সকল বাহন বন্ধ রয়েছে। তবে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকল ধরনের দোকান-পাট খোলা রাখা হয়েছে।
এদিকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতিকে দায়ী করছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসংহতি সমিতি বিপুল ভোটে পরাজয়ের প্রেক্ষিতে এই অপহরণ ও বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে বলে আওয়ামী লীগ নেতৃবৃন্ধরা জানান।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহর’সহ গুরুত্বপূর্ন স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই