বান্দরবানে নুসরাত ফারিয়া

ডেস্ক: শিডিউল মেলাতে ভারত থেকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য থেকে ভারত; দেশের মাটিতে যেন পা-ই পড়ছিল না নুসরাত ফারিয়ার! এবার নতুন চলচ্চিত্রের কাজে বান্দরবানের পাহাড়ি সবুজ এলাকায় কিছুদিন কাটাতে হবে তাকে।
‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের এ চলচ্চিত্রটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন আরেফিন শুভ। বান্দরবানে চলচ্চিত্রটির শ্যুটিং চলবে ২০ জুন পর্যন্ত।
যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এবারই প্রথম নন ফারিয়া। এর আগে তার অভিনীত দু’টি চলচ্চিত্র ‘আশিকী’ এবং ‘হিরো ৪২০’ নির্মিত হয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়।
তাছাড়া আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাবা যাদব পরিচালিত ‘বাদশা’। এ চলচ্চিত্রে জনপ্রিয় টালিউড নায়ক জিতের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/এসআই