
বান্দরবান: বান্দরবানে অবিরাম বৃষ্টিতে আজ মঙ্গলবার পাহাড় ধসে ঘর চাপা পড়ে নারী-শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. হানিফ (৩৫), তার স্ত্রী রেজিয়া বেগম (২২) এবং নাতনী হানিফা বেগম (৩) এবং প্রতিমা রাণী দে (৪০)।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, প্রবল বর্ষণের সময় ওই এলাকায় তাদের বসতঘরের উপর পাহাড়ের মাটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ঘরে ওই তিনজন ছাড়া অন্যরা বাইরে ছিল। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনার খবর পেতে দেরি হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা জানান, মাটিচাপা অবস্থা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হওয়ায় এখানো তিনি সেখানে পৌঁছাতে পারেননি এবং লাশগুলো এখনো সেখানে রয়েছে।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, প্রবল বর্ষণে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা শহর ও রুমা উপজেলার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়ার কাছে সকালে সড়কের উপর পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত ২৪ ঘণ্টায় বান্দরবানে প্রবল বর্ষণ হচ্ছে। এছাড়া পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে, পাহাড় ধসে প্রাণহানী ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহর ও উপজেলাগুলোতে মাইকিং করা হচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান