
বান্দরবান: বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন যুব সমিতির নেতা সুনীল চাকমাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সুনীল চাকমা কুহালং ইউনিয়ন যুব সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া রাস্তার পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিবুকপাড়ার বাসিন্দা প্রসন্ন চাকমার ছেলে সুনীল চাকমার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ