Sunday, February 23rd, 2020
বান্দরবানে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতাসহ ২ জন নিহত
February 23rd, 2020 at 1:23 am
নিহত আওয়ামী লীগ নেতা বাচনু মারমা (৫৫) বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ালী লীগের সভাপতি
বান্দরবানে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতাসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবানঃ

বান্দরবান সদরে স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় সেখানে থাকা আরও একজন আতঙ্কগ্রস্থ বৃদ্ধ ব্যাক্তি তৎক্ষনাত হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। ঘটনার সময় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে আরও অন্তত পাঁচজন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সন্ধ্যা পৌনে সাতটার দিকে বান্দরবান সদর উপজেলার জামছড়িমুখ এলাকায় এই হামলার ঘটনা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল আলম চৌধুরী জানিয়েছেন।

নিহত আওয়ামী লীগ নেতা বাচনু মারমা (৫৫) বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ালী লীগের সভাপতি। আর, অপর নিহত ব্যাক্তি বাখইং মারমা (৬৫) ‘হৃদরোগে’ মারা গেছেন বলে বান্দরবান সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত করেছেন।

ঘটনার ‍ৃসময় সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাথারি গুলিতে আহতরা হলেন- সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা (৬০), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হ্লামংসিং মারমা (৩৫), স্থানীয় দুই কৃষক ক্যপ্রু অং মারমা (২৬) ও মংক্যসিং মারমা (২৬) এবং প্রতিবন্ধী ব্যাক্তি আদাসে মারমা (৩২)। আহতদের সবাইকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যাং প্রু মারমা জানান, বান্দরবান শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নের জামছড়িমুখ এলাকায় চায়ের দোকানে কথা বলছিলেন তারা। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী হঠাৎ সেখানে উপস্থিত হয়ে এলোপাথারি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান এবং আরও কয়েকজন আহত হন।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বাবুল মারমা জানান, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই বাচনু মারমা নিহত হন। আর এ সময় ঘটনাস্থলে উপস্থিত বৃদ্ধ ব্যাক্তি বাখইং মারমা হৃদরোগে আক্রান্ত হলে তাকেসহ আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর ডাক্তার ওই বৃদ্ধকেও মৃত ঘোষণা করে।

বান্দরবার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রত্যুষ পাল ত্রিপুরা বলেন, “একজন গুলিতে নিহত হয়েছেন। আরেকজনের মৃত্যু হয়েছে ‘হৃদরোগে’। দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল আলম চৌধুরী বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শহিদুল।


সর্বশেষ

আরও খবর

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ


কালীপূজায় হবে না দীপাবলি!

কালীপূজায় হবে না দীপাবলি!


রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ


সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭

সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭


ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪

ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪


সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান

সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান


কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত


কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী


হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


দেবীগঞ্জের অগ্নিকাণ্ড নিছক দূর্ঘটনা: ইউএনও

দেবীগঞ্জের অগ্নিকাণ্ড নিছক দূর্ঘটনা: ইউএনও