
ঢাকা: নাটকের পর এবার চলচ্চিত্রে জুটি বাঁধলেন নিরব-মম। ইতোমধ্যে ‘ভালোবেসে তোর হবো’ ছবির গানের শ্যুটিংয়ে পাহাড়-ঝর্ণায় ঘাম ঝড়াচ্ছেন ছবির নায়ক-নায়িকা নিরব ও মম। এর আগে এই জুটি বান্দরবানের কোলঘেঁষা পাহাড়-ঝর্ণায় আচ্ছাদিত লোকেশনে ছবিটির টাইটেল গানের শ্যুটিং করেন। এবার তারা নতুন গানের শ্যুটিং করতে কক্সবাজার গেছেন।
রোববার রাতেই তারা বান্দরবান থেকে কক্সবাজার পৌঁছান। এখানে চিত্রায়িত হবে ‘অন্তরে অন্তরে’ শিরোনামের একটি গান। লিমন আহমেদের কথায় গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন এবং সিঁথি। এর সুর ও সংগীতায়োজনও করেছেন আহমেদ হুমায়ূন।
গানের শ্যুটিং সম্পর্কে নিরব বলেন, ‘বান্দরবানে ঝুঁকি নিয়ে একটি গানের কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছি। এসময় আমার সঙ্গে মমও সামান্য আঘাত পেয়েছে। কিন্তু কাজের প্রতি আমাদের ডেডিকেশন আছে। তাই আঘাতটা গায়ে লাগেনি। উপভোগের মানসিকতা নিয়েই কাজ শেষ করেছি। এবার আমরা কক্সবাজার আছি। এখানে ছবির একটি রোমান্টিক গানের চিত্রায়ন হবে। দর্শকদের কাছে নতুন কিছু উপহার দেয়াই আমাদের উদ্দেশ্য।’
এদিকে আগামী ১১ আগস্ট নিরব-মম ও পুরো ইউনিট ঢাকায় ফিরবে বলে জানা গেছে। ছবিটির দ্বিতীয় দফার কাজ হবে ঈদুল আজহার পর।
‘ভালোবেসে তোর হবো’ ছবিটি পরিচালনা কে করবেন তা এখনো জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া ফিল্মস। তবে বান্দরবান ও কক্সবাজারে এ দায়িত্ব সমন্বয় করছেন আতিক রহমান। ধারণা করা হচ্ছে, তিনিই পেতে যাচ্ছেন পরিচালনার দায়িত্ব।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই