
ডেস্কঃ শুক্রবার গুরু আজম খানের স্মরণে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। এতে বাবা আজম খানের গান নিয়ে গাইবেন তারই বড় মেয়ে ইমা খান। অনুষ্ঠানে বাবা আজম খানের গাওয়া গানের পাশাপাশি নিজের লেখা ও সুরের গানও গাইবেন ইমা।
‘বাবা চাইতেন আমি যেন গান করি। আমাকে হাতে ধরে গিটার বাজানোও শিখিয়েছেন তিনি’
বাবার গান গাওয়া প্রসঙ্গে ইমা বলেন, ‘ বাবা চাইতেন আমি যেন গান করি। আমাকে হাতে ধরে গিটার বাজানোও শিখিয়েছেন তিনি। বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার লেখা ও সুরে একটি দেশের গান রেকর্ড করে বাবাকে শুনিয়েছিলাম। দুঃখ হচ্ছে, আমার গান টিভিতে প্রচারের সময় বাবা আজ নেই।’
সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে আজম খানের গাওয়া জনপ্রিয় গান ‘রেল লাইনের ঐ বস্তিতে’, ‘ওরে সালেকা-ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’ গানগুলো পরিবেশন করবেন ইমা খান ও অন্য শিল্পীরা। রাত ১১টায় দেখানো হবে অনুষ্ঠানটি।
প্রসঙ্গত, পপসম্রাট আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে ৫ই জুন ২০১১ সালে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউজনেক্সটবিডি টডকম/এমএইচ/টিএস