
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এর বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার তছলিম উদ্দিন আহমেদ মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এছাড়াও শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, প্রসিকিউটর তাপস কান্তি বল, প্রসিকিউটর সায়্যেদুল হক সুমন, প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমনসহ সকল প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তারা।
শোক প্রকাশ করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও সিনিয়র কর্মকর্তা সানাউল হকসহ সংস্থার সকল সদস্যরা। শোক বার্তায় তারা মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শোক প্রকাশ করেছেন আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল‘রির্পোটার্স ফোরামের পক্ষ থেকে সংগঠণের সভাপতি আশুতোষ সরকার ও সম্পাদক মো. দিদারুল আলম।
ব্যারিস্টার তুরিন আফরোজের বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার তছলিম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে ভুগছিলেন। তিনি মঙ্গলবার তার উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন।
প্রতিবেদক: ফায়েজ, সম্পাদনা: ইয়াসিন