বাবুল আক্তারের শ্বশুরকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম: চাকরিচ্যুত পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে সিএমপি কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো.কামরুজ্জামান জিজ্ঞাসাবাদ শুরু করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল আক্তারের স্ত্রী ও মোশাররফ হোসেনের মেয়ে মিতু হত্যার ঘটনার তদন্তেই এই জিজ্ঞাসাবাদ বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি