
ঢাকা: স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান রিক্রুট দানি আলভেজ। বার্সার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ আলভেজের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চি করেছেন।
ইতোমধ্যে অনেকটা নিশ্চিতও হয়ে গেছে আলভেজের পরবর্তী গন্তব্য। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেয়ার কথা রয়েছে তার।
আলভেজের সাথে মেসির অসাধারণ যুগলবন্দীর কারণেই অতীতে বার্সেলোনা বহু ম্যাচ জিতেছে। মেসিকে সর্বোচ্চবার গোলে সহায়তা করার রেকর্ডটিও তার দখলে। সব মিলিয়ে দলটির হয়ে ২৩টি ট্রফি জিতেছেন এই ব্রাজিলিয়ান।
রবার্ট ফার্নান্দেজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দানি আলভেজ বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি তার ব্যক্তিগত মতামত। আমরা তার মতামতকে সম্মান জানাই।’
বার্সেলোনার হয়ে ৮ মৌসুমে ৩৯১টি ম্যাচ খেলেছেন দানি আলভেজ। বার্সেলোনায় খেলা বিদেশি ফুটবলারদের ভেতর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আলভেজের।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস