
ঢাকা: ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের আবাসনে ভোগান্তির প্রতিবাদে একটি বালিশ নিয়ে প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করবে ব্যাচেল ও ভাড়াটিয়ারা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ভাড়াটিয়া পরিষদ’র সভাপতি মো. বাহারানে সুলতান বাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশে জঙ্গি উত্থানের অভিযোগে ঢাকা-চট্টগ্রামসহ সারদেশের ব্যাচেলরদের উপর নেমে এসেছে সীমাহীন ভোগান্তি। একদিকে পেশাজীবী-শ্রমজীবি-শিক্ষার্থী ব্যাচেলরদের নতুন বাসা পেতে ভোগান্তি, পুরোনো বাসায় বাড়িওয়ালার অত্যাচার ও সামনের মাস থেকে বাসা ছেড়ে দেয়ার নোটিশ এবং নানা রকম পুলিশী হয়রানিতে ব্যাচেলররা আজ দিশেহারা।
তাই ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের আবাসনে বাড়িভাড়া পেতে ভোগান্তি, বাড়িওয়ালাদের নির্যাতন ও পুলিশী হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি’র ডাক দেয়া হয়েছে বলেও বিজ্ঞতিতে উল্লেখ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি