বালুর নিচে চাপা পড়েছে শিশু

গাজীপুর: গাজীপুরের জয়দবপুরে বালুর নিচে চাপা পড়েছে এক শিশু। বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে জয়দবপুরের একটি জায়গায় বালু ফেলার সময় বালুর নিচে চাপা পড়ে একটি শিশু। এরপরই খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে শিশুটির নাম ও বয়স জানা জায়নি।
এ বিষয়ে জয়দবপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে ঘটনাটি শুনেছি। তারা ঘন্টা ব্যাপী উদ্ধার কাজ চালানোর পরও কোনো শিশুর হদিস পায়নি। এরপর আশেপাশের এলাকাতে খোঁজ করেও কোনো শিশুকে পাওয়া যায়নি।’
এমনকি কোনো শিশুর পরিবারের কাছ থেকেও আমরা কোনো অভিযোগ পায়নি। আর ফায়ার সার্ভিসকে কে এই তথ্য দিয়েছে তা আমার জানা নেই বলেও জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই/ওয়াইএ