বাল্কহেডের ধাক্কায় ভাঙলো ব্রিজ

বরিশাল: বাকেরগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাকেরগঞ্জ থানার এসআই হানিফ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ওই কার্গোটির নিয়ন্ত্রণ চালক হারিয়ে ফেলে এবং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ব্রিজটি ভেঙে যায়। বর্তমানে কার্গোটি ওই স্থানে আছে, কার্গোতে থাকা সবাই পালিয়েছে।
তিনি আরো জানান, ব্রিজের ভাঙা অংশ অপসারণা না করে কার্গোটি সরানো যাবে না আর সাধারণ মানুষ নৌকায় পাড়াপাড় করছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএইচ/জাই