
চট্টগ্রাম: বাশঁখালীতে সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান কর্তৃক নির্বাচন কর্মকর্তাকে প্রহারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় দায়ের হওয়া এই মামলার বাদি একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। মামলা দায়েরের পর বাঁশখালীতে উত্তেজনা বিরাজ করছে।
মামলায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানসহ তিনজনকে আসামি করা হযেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে সংসদ সদস্য ও নির্বাচন কর্মকর্তাকে প্রহারের সময় উপস্থিত আরো দুইজনকে এই মামলায় আসামী করা হয়েছে’।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো সাত আটজনকেও আসামি করা হয়েছে। সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগে ৩৩২ ও ৩৫৩ ধারায় এই মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে বাঁশখালীতে উত্তেজনা বিরাজ করছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মামলার নির্দেশনা চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন অফিসে পাঠানো হয়।
বুধবার বেলা এগারোটায় বাশঁখালীর উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউ্এনও অফিসে ডেকে এনে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান মারধর করেন বলে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয় এবং সংসদ সদস্যসহ মারপিটের সময় উপস্থিত সংসদ সদস্যসহ অপর ব্যক্তিদেরকে আসামি করে মামলা করার নির্দেশ দেয়া হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমএস/এসজি