
ঢাকা: রাজধানীর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ মো: হাছান (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার রাতে সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে হাছানকে গ্রেফতার করে গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।’
ডিসি মাসুদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাছান জানায় সে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রেখেছে। দীর্ঘদিন ধরে হাছান ও তার সহযোগিরা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় সবুজবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি, ইয়াসিন