বাসের ধাক্কায় শিশু নিহত

ঢাকা: যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের নিচে বাসের ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির নাম আয়াত মৃধা। তার মা রুনু আক্তার (৩০) কে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি যাত্রাবাড়ীর রায়েরবাগের মিরাজনগর এলাকায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ