বাসে হকার নিষিদ্ধের উদ্যোগ ডিএমপির

ঢাকা: রাজধানীতে বাসে হকার ওঠা নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘হকাররা বাসে ওঠে যাত্রীদের নানাভাবে বিরক্ত করে। অনেক সময় বিক্রেতা সেজে তারা কৌশলে প্রতারণাও করে। হকার সেজে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব নিয়ে যায়।’
আব্দুল বাতেন বলেন, ‘হকার সেজে কেউ যাতে গণপরিবহনে এ ধরনের অপরাধ না করতে পারে তাই বাসে হকার নিষিদ্ধের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এ ব্যাপারে কাজও শুরু করেছে ডিএমপি।’
অজ্ঞান পার্টির ১১ সদস্য এবং বিপুল পরিমাণ জাল ডলার ও টাকাসহ ১০ জন গ্রেফতারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ