বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নারায়ণগঞ্জ: কাচপুর সেতুর পাশে সিএনজিচালিত অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দু’জন নারী এবং দু’জন পুরুষ।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান মনজুর কাদের।
স্থানীয়রা বলছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে খাদে পড়ে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি