বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: জেলার সীতাকুন্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইইউসি শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁডির নায়েক পঙ্গজ বড়ূযা জানিয়েছেন, নিহত শিক্ষার্থীর নাম তাজরিনা নেহেরীন। এই ঘটনায় আহত পাঁচ নারী শিক্ষার্থীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইইউসি সূত্রে জানা গেছে, নিহত তাজরিনা নেহেরীন ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছলিমপুর কালুশাহ ব্রিজের কাছে শিক্ষার্থীদের বহনকারী শহরমুখী বাসের সঙ্গে সীতাকুন্ডমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিক আহমদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই