
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় রাব্বি (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকসার চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে খোকন ও নূর ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাব্বি কামারখন্দ উপজেলার খামার পাইকোশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কামারখন্দ উপজেলার জামতৈল থেকে জেএসসি পরীক্ষা শেষে অটোরিকশাযোগে অন্যান্য সহপাঠী ও অভিভাবকদের নিয়ে বাড়ী ফিরছিল রাব্বি।
তাদের অটোরিকশাটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী পৌছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রাবাহী একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এতে রাব্বিসহ অন্তত ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করে। সেখানে রাব্বির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ্যাম্বুলেন্সযোগে রাব্বিকে বগুড়ায় নেয়ার পথে বিকেল পৌনে ৩টার দিকে সে মারা যায়। নিহতের চাচা আব্দুল কাবেল জানান, উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে বগুড়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন